২০ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৬

জঙ্গিবাদে না জড়ানোর শপথ ৭ হাজার শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জঙ্গিবাদে না জড়ানোর শপথ ৭ হাজার শিক্ষার্থীর
স্বাধীনতার চেতনাবিরোধী কোনো কর্মকাণ্ডে ও জঙ্গিবাদে না জড়ানোর শপথ নিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার ৫১টি স্কুল-কলেজের প্রায় সাত হাজার শিক্ষার্থী। শনিবার বেলা ১১টায় ভবানীগঞ্জে স্মার্ট এডুকেশন ফর স্মার্ট ক্যারিয়ার, রোল অব টিচার্স অ্যান্ড স্টুডেন্টস বিষয়ে এক সেমিনারে এই শপথ করেন তারা। 
 
স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের উদ্যোগ এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ বদলে দিতে পারে তরুণরা। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। 
 
এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আকবর আলী ও মিশরে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
 
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর