২০ জানুয়ারি, ২০১৮ ২১:৩৪

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ডের কলেজ গেটের কনফেকশনারীর ব্যবসায়ী জামাল মিয়া (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে গৌরনদী বন্দরে কনা বিউটি পার্লারের ব্যানার টানানোর সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত জামাল গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার মৃত খলিলুর রহমান মিয়া ছেলে। ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই সগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গৌরনদী বন্দরের কনা বিউটি পার্লারের মালিক কনা বেগম ও তার ভাই ব্যবসায়ী জামাল মিয়া শনিবার বিকেল ৩টার দিকে গৌরনদী বন্দরে কনা বিউটি পার্লারের একাধিক ব্যানার টাঙাচ্ছিলেন। 

এ সময় অসাবধানতাবশত ভবন ঘেষা বৈদ্যুতিক ক্যাবলে জামাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। ভাই জামালকে উদ্ধার করতে গিয়ে বোন কনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুব আলম মির্জা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই জামাল মারা যায়। তার বোন কনাকে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর