২১ জানুয়ারি, ২০১৮ ০৫:২৫

চট্টগ্রামে পুলিশি অভিযানে ১৪ শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে পুলিশি অভিযানে ১৪ শিক্ষার্থী আটক

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের পৃথক এ অভিযান অব্যাহত রয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মোজাফফর নগর এলাকায় একটি মেসের ছাদে তল্লাশির সময় ৮টি রামদা ও ৭টি কিরিচ উদ্ধার করা হয়। পরে ওই মেসের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে অস্ত্রগুলো তাদের কি না সে বিষয়ে পুলিশ পুরোপুরি নিশ্চিত নয়।

আটক শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের কর্মী উল্লেখ করে তিনি বলেন, মেসে অবস্থানরত শিক্ষার্থীরাই অস্ত্রগুলো সেখানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন তুলাতলী এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর