২১ জানুয়ারি, ২০১৮ ১৩:৪০

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চুয়াডাঙ্গা ড্রাইভিং স্কুলের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক গাড়ি চালক অংশগ্রহণ করেন। বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারি পরিচালক (ইঞ্জিঃ) আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর ও ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব। 

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ বলেন, সব দুর্ঘটনার জন্য চালক দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। 

তিনি আরো বলেন, আমাদের দেশের অনেক চালকই রোড সাইন সম্পর্কে ভালো ভাবে জানেন না। রোড সাইন সম্পর্কে অজ্ঞতাও সড়ক দুর্ঘটনার কারণ। এ জন্য সকলকে রোড সাইন ভালোভাবে জানতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় সাবধানে গাড়ি চালানোর বিষয়ে পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।


বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর