২১ জানুয়ারি, ২০১৮ ২০:৫৩

নোয়াখালীতে আন্দোলনরত অবস্থায় সন্তান জন্ম দিলেন সিএইচসিপি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে আন্দোলনরত অবস্থায় সন্তান জন্ম দিলেন সিএইচসিপি

কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণের দাবিতে নোয়াখালীর চাটখিলে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডদের আন্দোলন চলছে।  আন্দোলনের ২য় দিনের কর্মসূচিতে এসে সন্তান জন্ম দিলেন সিএইচসিপি মমতাজ বেগম। 

রবিবার বেলা ১১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সিএইচসিপি নুর আলম রুবেল জানান, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তাদের ২য় দিনের অবস্থান কর্মসূচী পালনের সময় গর্ভবতী মমতাজ বেগম প্রসব ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নেয়া হয়। পরে ওখানে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। মমতাজ উপজেলার হরিকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। 

চাটখিলে কর্মরত সিএইচসিপি শাহজাহান সাজু ও শওকত মোল্লা জানান, চাটখিলে সিএইচসিপিদের সাথে চলমান আন্দোলনের ২য় দিনে একাত্বতা ঘোষনা করেছেন বিএমএ নোয়াখালী জেলা শাখা, স্বাচিপ, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু স্বাধীনতা সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। । দাবী আদায় না হলে ১ ফেব্রুয়ারি থেকে আমরন অনশনেও যাবার ঘোষনা দিয়েছেন তারা। 

বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর