Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৮ ০৮:৫২ অনলাইন ভার্সন
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৮ ১২:৫২
সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে ইজতেমা ফেরত ৪ মুসল্লি নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে ইজতেমা ফেরত ৪ মুসল্লি নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। সোমবার সকালে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে আসার পর বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনায় আহত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি খায়রুল ফজল জানান, এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow