Bangladesh Pratidin

ফোকাস

  • এমপি বদিসহ মাদকের সাথে যেই জড়িত থাক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
  • ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন
  • প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক ; এবার ভেনেজুয়েলার দুই কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
  • পৃথিবীর হয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে না, রুহানির হুঙ্কার
  • ডিএসসিসির নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রির অভিযোগ
  • তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাদকবিরোধী অভিযানে পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৮ ১০:৫৯ অনলাইন ভার্সন
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৮ ১২:৫৩
নেত্রকোনায় বাসচাপায় ২ সিএনজি যাত্রী নিহত
নেত্রকোনা প্রতিনিধ
নেত্রকোনায় বাসচাপায় ২ সিএনজি যাত্রী নিহত

নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের আঠারোবাড়ি সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ সোমবার সকালে কেন্দুয়া উপজেলার চকপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কেন্দুয়া সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে রওয়ানা দেয় ময়মনসিংহ-থ- ১১-১৬৯৯ একটি সিএনজি অটোরিকশা। সিএনজিটি ময়মনসিংহের আঠাবাড়ি সড়কের চকপাড়া এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী সুখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আনজু মিয়া (৫০) ও আল-আমিন (২৫) নামে দু'জনের মৃত্যু হয়। স্থানীয়রা নাদিরা (৩৫) ও কামাল উদ্দিনকে (৫৫) কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আহত রোকন উদ্দিন(৬০) নামের অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow