২২ জানুয়ারি, ২০১৮ ১৪:১৫

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক কর্মচারিদের তৃতীয় দিনের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক কর্মচারিদের তৃতীয় দিনের কর্মবিরতি

চাকরি জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে কমিউনিটি ক্লিনিক হেলথ্ কেয়ার প্রোভাইডাররা। সোমবার কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ রেখে সকাল ৯টা থেকে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারা এ কর্মবিরতি পালন করে। 

এসময় হেলথ্ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের জেলা শাখার নেতারা বলেন, সরকার সব ক্ষেত্রে আন্তরিক আমরা আশা করছি আমাদের বিষয়টি আন্তরিকতার সাথে তিনি মেনে নেবেন। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যোগ দিব। এসময় জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন। 

এছাড়া জেলার নিজ নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে প্রেভাইডারার। এদিকে কর্মবিরতি পালন করায় জেলার ১৪৫টি কউিনিটি ক্লিনিক থেকে ওষুধ বিতরণ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। 

 
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর