২২ জানুয়ারি, ২০১৮ ১৪:৩০

টাঙ্গাইলে 'ল' কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে 'ল' কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশের মতো টাঙ্গাইলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে করার প্রতিবাদে ও জেলায় পুনর্বহালের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ল’ কলেজের শিক্ষার্থীরা।  সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ল’ কলেজের এল এল বি প্রথম বর্ষের পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম বাবু, কামরুন্নাহার রুমা, নুরুন্নাহার রত্না, আরজিনা আক্তার, মোঃ কামরুল হাসান, সেতারুজ্জামান রিপন প্রমুখ। 

এসময় সকল শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেন। মানববন্ধনে বক্তরা বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র বাতিল করে অনতিবিলম্বে স্ব স্ব জেলায় পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করতে হবে। আর না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

 
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর