২২ জানুয়ারি, ২০১৮ ১৬:২৫

কলারোয়ায় ৫ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আরিফুল হক চৌধুরী, কলারোয়া(সাতক্ষীরা)

কলারোয়ায় ৫ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

'বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিন প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার কলারোয়া প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যন আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, ব্রাক কর্মকর্তা শিপলু।

আরও উপস্থিত ছিলেন আকবর হোসেন, স্বপন কুমারসহ বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্র শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 

প্রসঙ্গত, প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কলারোয়া প্রাণী সম্পদ অফিসে প্রাঙ্গনে ৫টি স্টল বসেছে।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর