২২ জানুয়ারি, ২০১৮ ১৭:১২

খুলনায় স্কুলছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি:

খুলনায় স্কুলছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনায় স্কুলছাত্র রাজীন হত্যা মামলার মূল আসামি ছাব্বির হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। আজ রূপসার সেনের বাজার থেকে ছাব্বিরকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বয়রা শ্মশান ঘাটে তাদের বাড়ি থেকে ছুরি উদ্ধার করা হয়।সে বয়রা শশ্মানঘাট এলাকার জালাল হাওলাদারের ছেলে। আজ দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাবুক হাকিম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। 

তিনি আরো বলেন, ছাব্বির হাওলাদারের সাথে আগে থেকেই শত্রুতা ছিল নিহত ফাহমিদ তানভির রাজিনের। সেই শত্রুতা থেকেই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। এছাড়াও গত শনিবার রাত ৯ টায় খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্ণমিলনী অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত হয় ঐ প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন। এ ঘটনায় রবিবার ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করে রাজিনের বাবা জাহাঙ্গীর আলম। শনিবার রাতেই এ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে মূল হত্যাকারী ছাব্বিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত রাজিন হত্যার ঘটনায় ছাব্বিরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর একজন এজাহার নামি আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর