২২ জানুয়ারি, ২০১৮ ২০:১১

লামায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

লামা (বান্দরবান) প্রতিনিধি:

লামায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু
লামায় তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে লামা প্রাণি সম্পদ বিভাগ আনুষ্ঠানিক ভাবে সেবা সপ্তাহের শুরু করে। সকালে উপজেলা পরিষদ হতে এক র‌্যালি বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ বিভাগ অফিসস্থ আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। প্রাণি সম্পদ দফতরের এফএএআই মহসিন রেজা মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, সহকারি কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ রাজু, কৃষি কর্মকর্তা নূরে আলম, পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন বিশেষ অতিথি ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পোল্ট্রি ফার্ম এ্যাসোসিয়েশনের সভাপতি আবু মঞ্জুর ও সহ-সভাপতি নুর মোহাম্মদ মিন্টু।
 
বিডি প্রতিদিন/এ মজুমদার
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর