২৩ জানুয়ারি, ২০১৮ ১৪:১২

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

নাজমুল হুদা, সাভার:

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

আশুলিয়ায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এঘটনায় রাসেল দেওয়ান (৩৬) নামে আরও এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করে জনতা।
বরখাস্তকৃত দুই পুলিশ সদস্যরা হলেন- আশুলিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক নান্টু কৃষ্ণ মজুমদার ও মোঃ রওশন আলী।

ভুক্তভোগী মুক্তার হোসেন সবুজ গাজীপুর জেলার জয়দেবপুর থানার পানিশাইল এলাকায় অবস্থিত বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড কারখানায় অপারেটর হিসেব কাজ করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়া তাদের সহযোগী ভূয়া পুলিশ সদস্য রাসেলকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভুয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ডে আনা হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর