২৩ জানুয়ারি, ২০১৮ ১৪:২১

চাকরি জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

চাকরি জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। আজ দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বক্তারা, চাকরি জাতীয়করণ, বৈশাখি ভাতা ৫ ভাগ বৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা এবং চাকরির সময়সীমা ৬৫ বছর করার দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর