২৩ জানুয়ারি, ২০১৮ ১৫:০১

খুলনায় ১৮৯টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় ১৮৯টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতীকী ধর্মঘট

এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে খুলনায় প্রতীকী ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।  আজ সকাল থেকে খুলনা মহানগরীর ৩১টি ও জেলার ১৫৮টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে এই ধর্মঘট পালন করা হয়। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা সময় মতো উপস্থিত হলেও কোথাও শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়নি।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা শিক্ষক সমিতির আহবানে এই ধর্মঘট পালিত হচ্ছে। 

শিক্ষক নেতা আনোয়ার হোসেন শেখ জানান, বেসরকারি বিদ্যালয়ে দেশের ৯৭ ভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। অথচ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মানবেতর জীবন-যাপন করতে হয়। শিক্ষকরা বৈশাখী ভাতা পায় না। বাড়িভাড়া ও মূল বেতনের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। 

বাংলাদেশ শিক্ষক সংগ্রাম কমিটির খুলনা জেলা আহবায়ক ধীমান চন্দ্র বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে সরকার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের কথা বললেও তা করা হয়নি। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়গুলোতে টানা প্রতীকী ধর্মঘট চলবে। এরপর নতুন কর্মসূচি দেওয়া হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর