২৩ জানুয়ারি, ২০১৮ ১৬:০৫

চাকরি জাতীয়করণের দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

চাকরি জাতীয়করণের দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতির বড়বন্দর দিনাজপুর জেলা শাখার সভাপতির সচিব মোঃ নেজামুল ইসলাম, যুগ্ম সচিব মোঃ জয়নাল আবেদিন এর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করেন। 

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে এডিসি (সার্বিক) ড. মোহাঃ শহিদ হোসেন চৌধুরী। 

মানববন্ধনে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, মোজাফ্ফর রহমান, মোঃ আবুল কাশেম, আনোয়ার হোসেন, বীরগঞ্জের আব্দুল আজিজ, বিপুল চন্দ্র রায়, মোঃ সমসের আলী, জান্নাতুন নেছা, শাহ আলম, মোঃ আনোয়ারুল ইসলাম, মোছাঃ কহিনুর বেগম প্রমুখ। 

বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর দিনাজপুর জেলা শাখার সচিব মোঃ নেজামুল ইসলাম বলেন, ২৩, ২৪ ও ২৫ জানুয়ারী সারাদেশে বে-সরকারি স্কুলে ক্লাস বর্জন কর্মসূচীর ঘোষণা দিয়েছে, আমরাও তাতে একত্ততা ঘোষনা করছি। 

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে দিনাজপুর সদর উপজেলাসহ ১৩ উপজেলার শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করে। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর