২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:০৪

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে সিমু আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের দাবিতে তার স্বামী আব্দুর শহীদ ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে সিমুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন পরিবার। আজ মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে সদর উপজেলার বাঙ্গাঁখা ইউনিয়নের জাকিদার বাড়ি (সিমুর শশুর বাড়ী) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা যায়।

নিহত সিমু আক্তারের বাবা অভিযোগ করেন, ৫ বছর পূর্বে পারিবারিকভাবে উপজেলার বাঙ্গাঁখা ইউনিয়নের আব্দুর নুরের ছেলে আব্দুর শহীদ ও সিমু আক্তারে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ১ লাখ টাকা নেন তারা। এরপর কারণে-অকারণে সিমুকে নির্যাতন করত তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। সর্বশেষ গত শুক্রবার যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দাবি করায় তা দিতে না পারায় নির্যাতনের পর সিমুকে হত্যা করেছে বলে অভিযোগ করে বিচার দাবি করেন তিনি।

এদিকে, সিমুর চাচা বাবুল বলেন, ঘটনার পর থেকে সিমুর শ্বশুর বাড়ির লোকজনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সিমুর মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড বলে দাবি করেন।
এ ব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। 

বিডি প্রতিদিন/মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর