২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:১৩

চাকরি জাতীয়করণের দাবিতে মৌলভীবাজারে কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি:

চাকরি জাতীয়করণের দাবিতে মৌলভীবাজারে কর্মবিরতি

চাকরি জাতীয়করণের দাবিতে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মৌলভীবাজার সিভিলসার্জন কার্যালয় প্রাঙ্গণে সিএইচসিপি এসোসিয়েশন মৌলভীবাজার জেলার আয়োজনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। জেলার প্রায় একশ' কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। এসময় তারা প্লেকার্ড হাতে বিভিন্ন শ্লোগান দেন। 

এসোসিয়েশনের জেলা সভাপতি আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিবের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন আবুল কাসেম উসমানী, একে এম জাবের, আমিনুল ইসলাম, মঈন উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক রজত চক্রবর্তী, রাজনগর উপজেলা সভাপতি আমজাদ হোসেন, কুলাউড়া সভাপতি ইব্রাহীম আলী, বড়লেখা উপজেলা সভাপতি বিনিত দাশ, জুড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি জাকির মিয়া, নাসির খান, ডালিম হোসেন, রাসেল নাফিজ, সুমন চন্দ রুমানা বেগম।

বক্তারা জানান, তারা এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর