২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৬

নেত্রকোনায় সিএইচসিপি'র অবস্থান কর্মসূচি

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সিএইচসিপি'র অবস্থান কর্মসূচি

“কমিউনিটি ক্লিনিক, বাঁচায় প্রাণ” এই স্লোগানে নেত্রকোনায় জেলা ভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের দাবিতে তাদের এই আন্দোলন। এতে জেলার ১০ উপজেলার সিএইচসিপি অংশগ্রহণ করেন। নেত্রকোনায় জেলায় মোট ২২১ জন কর্মকর্তা রয়েছেন। 

সদরের কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা আফসানা সুলতানা, কলমাকান্দার মোঃ রিপন মিয়াসহ অনেকেই জানান, প্রথম ধাপে উপজেলা ভিত্তিক এই কর্মসূচি পালিত হয়েছে টানা চারদিন। এখন ২য় ধাপের কর্মসূচি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির আমরা বাস্তাবায়ন চাই। আর এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত  বিভাগীয় পর্যায়ে গিয়ে কেন্দ্রীয়ভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর