২৩ জানুয়ারি, ২০১৮ ২০:০৫

নেত্রকোনায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিল দখলদার ও পলো বাওয়া দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলাবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়েছেন। 

বারহাট্টা থানার ওসি মেজবা উদ্দিন আহমেদ জানান, এই জেলায় শতশত মানুষ দল বেঁধে বিভিন্ন জলাশয়ে মাছ ধরার রেওয়াজ রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বারহাট্টার লাউফুল বিলে মাছ ধরতে জেলা ও জেলার বাইরের বিভিন্ন জায়গা থেকে দল বেধে পলো বাওয়ার জন্য মানুষ আসতে থাকে। পার্শ্ববর্তী উপজেলা আটপাড়ার সুনুই, বিছরাকান্দা, মধুপুর, দুখিয়া, হেলোইঞ্চা, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ও ও ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রায় সহস্রাধিক মানুষ দলে দলে এসে বারহাট্টার আমগাইল বাজারে মিলিত হয়। 

খবর পেয়ে লাউফুল বিলের লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বিষয়টি আলোচনা করলে পলোবাওয়া দলের লোকজন চলে যেতে থাকে। এসময় তাদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেধে গেলে কামাল মিয়াসহ (৫৫) বিলের ৩ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর