Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০১৮ ০৮:৪৬ অনলাইন ভার্সন
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৮ ০৯:১৭
সাপ তাড়ানোর কার্বোলিক এসিডে শিশু দগ্ধ
নওগাঁ প্রতিনিধি :
সাপ তাড়ানোর কার্বোলিক এসিডে শিশু দগ্ধ

নওগাঁর মান্দায় এসিড দগ্ধ হয়ে রিদওয়ান ইসলাম নামে ১৩ মাস বয়সি এক শিশু আহত হয়েছে। বর্তমানে ওই শিশুটি নওগাঁ সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ৬১নং বেডে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশু রিদওয়ান ইসলাম মান্দা উপজেলার মৈনম গ্রামের ফকির পাড়ার রবিউল হাসানের ছেলে। 

জানা যায়, রবিউল হাসানের বাড়িতে সাপের উপদ্রব ছিল। সাপের এ উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়িতে কার্বোলিক এসিড রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে শিশু রিদওয়ান তার খেলার সাথির সাথে লুকোচুরি খেলছিল। খেলার ছলে রিদওয়ান শোবার ঘরে চৌকির নিচে বোতলে রাখা এসিডের বোতল খুলে ফেলে। 

এক পর্যায়ে তার শরীরে পড়লে কোমরের নিচ থেকে বাম পায়ের গোড়ালি পর্যন্ত পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে শিশুটি চিৎকার দিলে মা রুমি খাতুন দৌড়ে গিয়ে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় দগ্ধস্থানে পানি ঢালে। পরে রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাত ৯টায় নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ বলেন, ক্ষতস্থানটি পরিষ্কার করে মলম ও পেস্ট লাগানো হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে। আগের তুলনায় শিশুটি এখন অনেকটাই স্বস্তি বোধ করছে।


বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow