২৪ জানুয়ারি, ২০১৮ ১৬:০৮

চাকরি জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি:

চাকরি জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলাকালে বাগেরহাট ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে বাধা ও হামলাম প্রতিবাদে আজ দুপুরে নোয়াখালী সিভিল সার্জন অফিসের সামনে জেলার কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডররা (সিএইচসিপি) বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।  কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ৩০০ জন সিএইচসিপি অবস্থান কর্মসূচি পালন করছে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি জরীপ হোসেন আপন, সহ-সভাপতি আলাউদ্দীন বাশার,  সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবদুর রব, মাহমুদুল হাসান রুবেল, আব্দুলাহ আল মামুন, নুরুল আলম শিশির, জহির হোসেন রাজু, আজমীর, ফরহাদ হোসেন, ওমর ফারুক, ইয়ছিন ভূইয়া, এমরান হোসেন সবুজ, মাহমুদা আক্তার, মহি উদ্দিন।
 
বক্তারা বলেন, আন্দোলন চলাকালে বাগেরহাট ও সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসের সামনে বসতে বাধা ও হামলার প্রতিবাদ জানান। তাদের চাকরি জাতীয়করণ  না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানান। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর