১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৬

সন্ধা নদীতে অবৈধ জালসহ ৫ লাখ মাছের পোনা জব্দ

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

সন্ধা নদীতে অবৈধ জালসহ ৫ লাখ মাছের পোনা জব্দ

মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল সন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫ লাখ ফাইসা মাছের পোনা, এক লাখ মিটার কারেন্ট জালসহ ২ লাখ মিটার অবৈধ জাল ও একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকাসহ এক জেলেকে আটক করে। 

মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম এম মাহ্দীন জানান, মা ইলিশ ও জাটকা নিধন রোধে কোস্টগার্ড গত ১০ জানুয়ারি থেকে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার নেছারাবাদ উপজেলার রাজবাড়ি লঞ্চঘাট এলাকায় সন্ধা নদীতে অভিযান চালিয়ে পাচ লাখ ফাইসা মাছের পোনা, এক লাখ মিটার কারেন্ট জালসহ ২ লাখ মিটার জাল ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ এক জেলেকে আটক করে। আটক জেলে পিরোজপুর সদরের বানেশ্বরপুর গ্রামের আমির আলী শেখের ছেলে চুন্নু শেখ (৫৫)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ টাকা। উদ্ধারকৃত ২ লাখ মিটার জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পোড়ানো ও ৫ লাখ ফাইসা মাছের পোনা সন্ধা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর