১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৫৭

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মত বিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন সভাকক্ষে এ সভা অনষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. মো. খয়রুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। 

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ক ডা. শেখ হাসান ইমাম, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাজাহান নেওয়াজ প্রমুখ। 
সভায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিভাগের প্রত্যেককে আরো প্ররিশ্রমী ও মনোযোগী হওয়ার পাশাপাশি বেশকিছু পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।সভা শেষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সন্মাননা প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা সদর হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সেবা ও স্বাস্থ্য সেবার কার্যক্রমের প্রতি সন্তুষ্ট হয়ে সদর হাসপাতাল কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর