১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৪৫

শহীদ মিনার নির্মাণ করল ছাত্রলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

শহীদ মিনার নির্মাণ করল ছাত্রলীগ

লক্ষ্মীপুরে শহীদ মিনার নির্মাণ করেছে ছাত্রলীগ। সোমবার সকালে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারটির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। রায়পুর উপজেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে এক লাখ ১০ হাজার টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা শিক্ষক সমিতির সভাপতি ছফি উল্লাহ খান, প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মো. সফিক পাঠান, ছাত্রলীগ নেতা মহসিন পাটোয়ারী, শাহনেওয়াজ হিরা, কাজী বাবলু, শেখ ফজলুল হক মনি, আবু তালেব, মিলন আঠিয়া প্রমুখ।

জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আন্দোলন ভাষা আন্দোলন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নির্মাণ হয়নি। শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ শহীদ মিনার নির্মাণ করতে না পারলেও মুক্তিযুদ্ধের চেতনাকে আরো জাগ্রত রাখতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগ সভাপতি। এক্ষেত্রে তিনি নিজ নিজ এলাকায় সমাজের স্থানীয় সমাজ সেবক ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর