১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:০৮

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের অধিকারী পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পরে কৃষক শ্রী বকুল চন্দ্রের জমিতে বারি সরিষা-১৪ কর্তন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক শফিকুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রনয় বিনাস দাস, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) জিয়াউল ইসলাম, কৃষি কর্মকর্তা  রবিউল আলম, কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি, আকবর হোসেন, রাজাগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিউল আলম, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন এবং গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, রাজাগাঁও ইউনিয়নে ১৫০ বিঘা জমিতে বারি সরিষা-১৪ জাতের সরিষা আবাদ করা হয়। সঠিক সময়ে সরিষা আবাদ করার পরও একই জমিতে বছরে ৪টি ফসল যথা সরিষা, মুগডাল, আউশ ধান, আমন ধানের চাষ করা সম্ভব হচ্ছে।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর