১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:০৪

প্রশ্ন ফাঁসে খুলনায় শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রশ্ন ফাঁসে খুলনায় শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার হওয়া ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আসামীদের মধ্যে ইব্রাহিম আল নাঈম (১৬), মোনায়েম সাহরিয়া রাফি (১৬) ও চয়ন রায় (১৭) চলমান এসএসসি পরীক্ষার্থী। অন্য আসামিরা হচ্ছে খায়রুল ইসলাম শাওন (১৮), সাব্বির হোসেন (১৮), সাজিদ মল্লিক (১৬), সাব্বির হোসেন রিয়াজ (১৮) ও আরাফাত হোসেন সাকিব (১৮)।

তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় র‌্যাব এদেরকে গ্রেপ্তার করে। এদের দেওয়া তথ্যে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ‘তুমার স্মৃতিগুলো’, ‘সাইন্স এক্সাম ২০১৮’, ‘জান্নাতুল ফেরদৌস সাজিদ’, ‘সুমাইয়া’ নামের কয়েকটি ফেসবুক আইডি শনাক্ত করা হয়। পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪(ক)/৯(খ)/১৩ ধারায় দৌলতপুর থানায় মামলা হয়।  

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর