১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৫৫

নাটোরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিনিধি:

নাটোরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার আইনে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা মোবাইল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া বাজারের শান্ত মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় মালিক জামলি উদ্দিনকে পাঁচ হাজার, ভাই ভাই স্টোরের মালিক কামরুজ্জামানকে তিন হাজার, লোকমানপুর বাজারে এছার কোম্পানী মেডিকেল সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় দোকান মালিক শহিদুল ইসলামকে তিন হাজার, নূরপুর চকপাড়ায় ভাই ভাই বোকারীর উৎপাদন কৃত পণ্যে মোড়ক ও মুল্য তালিকা না থাকায় মালিক আসাদুল ইসলামকে তিন হাজার, তুবা বেকারীর মালিক আফসার আলীকে তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। 

বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এসময় জেলা বাজার অনুসন্ধানকারী নূর-মোমেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির সেক্রেটারী রইস উদ্দিন সরকার, বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সদস্য দুলাল হোসেন, আল-আফতাব খান সুইট, মিলন আহমেদ, বাগাতিপাড়া প্রেস ক্লাব সেক্রেটারী আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া মডেল থানার এস.আই রুস্তম আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর