২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:২৮

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাস ফেরত চাচা খুন, অভিযুক্ত ভাতিজা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাস ফেরত চাচা খুন, অভিযুক্ত ভাতিজা আটক

লক্ষ্মীপুরে ভাতিজার চুরিকাঘাতে প্রবাস ফেরত চাচা হারুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে সোমাবার রাত ১০ টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে হত্যার কারণ জানাতে পারেনি কেউ।

আটককৃত রুবেল ওই গ্রামের আবুল বাশারের ছেলে। নিহত হারুনুর রশিদ মালয়েশিয়া প্রবাসী ও আবু জাফরের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, রাতে পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন প্রবাস ফেরৎ হারুনুর রশিদ। এসময় তার ভাতিজা রুবেল এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সাথে সাথে তার পেটে ছুরিকাঘাত করে রুবেল। এসময় তার পেট থেকে নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে নোয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে মারা যান তিনি। রুবেলের সঙ্গে তার চাচা হারুনের কোন বিরোধ ছিলনা বলে জানান স্বজনরা। তবে কেন এই হত্যাকাণ্ড তা জানাতে পারেনি কেউ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর