২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৫৩

কুলিয়ারচরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কুলিয়ারচরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ী হারিছ মিয়া হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার মাতুয়ার কান্দা গ্রামের ব্যবসায়ী হারিছ মিয়ার সাথে একই গ্রামের আসামিদের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর হারিছ মিয়াকে বাড়ির পাশে রাস্তায় কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে হারিছের ভাতিজা শহীদুল্লাহ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা চলাকালীন সময়ে তিনজন আসামি মৃত্যুবরণ করেন। তাছাড়া ইব্রাহীম নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু সিদ্দিক, আবু বাক্কার, মতি, ওয়াহাব, আউয়াল, মহরম, ইসমাইল, রুস্তম ও মোস্তফা। এর মধ্যে আবু সিদ্দিক ও রুস্তম পলাতক রয়েছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর