২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০৮:৫৫

প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা

মোরেলগঞ্জ প্রতিনিধি

প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি ও আলোচনা সভা।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানসহ উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাতফেরিতে অংশ নেন। 

প্রভাতফেরি শেষে পৌরপার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঈমাম সমিতি, শিক্ষক সমিতি, এনজিওসমূহ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ শহীদ দিবসের এসব কর্মসূচিতে অংশ নেয়।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর