২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:২৮

রাত গভীর হওয়ার সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি

বাগেরহাট প্রতিনিধি

রাত গভীর হওয়ার সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনস্রোত। রাত ১২টা ১ মিনিট থেকে বাগেরহাট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর, ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন ফুল নিয়ে উপস্থিত হন শহীদ মিনার চত্ত্বরে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি। বুধবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণ করেন। বাবা-মায়ের সঙ্গে শ্রদ্ধা জানাতে আসে কোমলমতি শিশুরাও। 

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর