২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৫০

'আত্মদান ও ত্যাগ স্বীকার করে স্বীকৃতি দিয়েছে'

দিনাজপুর প্রতিনিধি

'আত্মদান ও ত্যাগ স্বীকার করে স্বীকৃতি দিয়েছে'

বাঙালি জাতির সকলকে অন্য ভাষার পাশাপাশি মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা ভাল করে বুঝতে ও শিখতে হবে। বাঙালি জাতির আত্মদান ও ত্যাগ সারাবিশ্ব স্বীকার করে নিয়ে বাংলা ভাষাকে আন্তর্জার্তিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বুধবার সকাল ৭টায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্পস্তবক অর্পণ পূর্বক প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে চিরিরবন্দর আওয়ামী লীগ দলীয় অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা বঙ্গবন্ধু হলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বাংলা ভাষার ইতিহাসকে সমুন্নত রাখতে হবে। পলাতক ফেরারি আসামি এখন বিএনপি চালাচ্ছে। দেশকে রক্ষা করতে তাদেরকে প্রত্যাখান করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধমির্নী মিসেস শাহিন আলীসহ সরকারী দপ্তরের সকল কর্মকর্তা, আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদ মিনারে সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জমান মিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর