শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:০১

নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোর প্রতিনিধি:

নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে কানাইখালী মাঠের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ভাষা দিবসের কর্মসূচি। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে জেলা প্রশাসন, নাটোর মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের আহবায়কে নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে পুলিশ প্রশাসন, অ্যাডভোকেট মো. সাজেদুর রহমানের নেতৃত্বে নাটোর জেলা পরিষদ, ডা. আজিজুল ইসলামের নেতৃত্বে জেলা সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মো. শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে নাটোর সদর উপজেলা পরিষদ, উমা চৌধুরী জলির নেতৃত্বে নাটোর পৌরসভা এবং সাকাম সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ টেলিভিশন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মহারাজা জেএন হাই স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা ও তাদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ভোরে প্রভাত ফেরি করে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রোদ্ধা জানানো হয়। এছাড়াও মহান শহীদ দিবস উপলক্ষ্যে সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাক অর্ধনমিত রাখা হয়। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে শহীদ দিবস পালিত হয় এবং এ উপলক্ষ্যে বইমেলার আয়োজন করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর