২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৩

একুশের অনুষ্ঠান বন্ধ করে দিল ছাত্রলীগের কর্মীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

একুশের অনুষ্ঠান বন্ধ করে দিল ছাত্রলীগের কর্মীরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারি কলেজে আয়োজিত একুশের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এসময় তারা শিক্ষার্থীদের কলেজ চত্বর ছেড়ে যেতে বাধ্য করে। শিক্ষার্থীরা না থাকায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক দর্শনা সরকারি কলেজের এক প্রভাষক বলেন, ‘মহান একুশ পালন উপলক্ষে আজ সকালে কলেজ চত্বরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর প্রস্তুতিকালে দর্শনা ছাত্রলীগের কয়েক কর্মী কলেজ চত্বরে প্রবেশ করে। তারা উপস্থিত শিক্ষার্থীদের বলে কলেজে কোনো অনুষ্ঠান হবে না। তোমরা চলে যাও। তাদের কথায় সাধারণ শিক্ষার্থীরা ভীত হয়ে কলেজ চত্বর ত্যাগ করে।’ তবে অভিযুক্তদের নাম পরিচয় বলতে পারেননি তিনি।

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু বলেন, ‘আমি লোকমুখে বিষয়টি শুনেছি। তবে আমার কাছে সঠিক তথ্য নেই। আমরা খোঁজখবর নিচ্ছি। তবে ছাত্রলীগের কোনো কর্মী যদি এ ধরনের কাজের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর