২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৬

যথাযথ মর্যাদায় বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

যথাযথ মর্যাদায় বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বইমেলাসহ নানা আয়োজনে বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে এবং সকালে বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, পিবিআই, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সদর উপজেলা আ’লীগ, জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, বগুড়া পৌরসভা, জেলা বিএনপি, বগুড়া প্রেসক্লাব, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা কারগার, যুবদল, মহিলা দল,  জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিআইআইটি, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

২১ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল থেকে প্রভাত ফেরি বের হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সা: সম্পাদক মজিবর রহমান মজনু, বিশিষ্ঠ আইনজীবী এড. রেজউল করিম মন্টু, সিভিল সার্জন ডা: শামসুল হক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টায় শহরের সাতমাথায় চর্চা সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে একুশের গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে বগুড়া শহরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনের বইমেলার উদ্বোধন হয়েছে। এছাড়া জোটের আয়োজনে জেলার ৫ ভাষা শহিদের কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর