২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৫৮

শাজাহানপুরে কলেজছাত্রী ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

শাজাহানপুরে কলেজছাত্রী ছুরিকাহতের ঘটনায় গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রী খুরশীদা আরেফিন চৈতিকে (১৭) ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি বখাটে লিখনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মামলার তদন্ত কর্মকর্তা কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ শফিক আল রাজি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। 

ফাঁড়ির ইনচার্জ শফিক আল রাজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সকালে ফুলতলা এলাকায় লিখনের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আগে বেশ কয়েকবার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে লিখন। এই ঘটনায় সাড়া না দেয়ায় রবিবার দুপুরে কলেজছাত্রী চৈতির (১৭) বাড়িতে গিয়ে চৈতি ও তার নানী আফরোজা বেগমকে (৫২) ছুরিকাঘাত করে প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে লিখন (২০)। এ ঘটনায় চৈতির নানা আলতাফ আলী বাদি হয়ে এই মামলা দায়ের করেন। 
চৈতি বগুড়া শহরের বারপুর এলাকার তাইজুল ইসলাম খোকনের মেয়ে। ফুলতলা চককানপাড়ায় তার নানার বাড়ি থেকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লেখাপড়া করত চৈতি। সে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর