২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৪০

মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। 

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, পৌর মেয়র খুরশিদ হায়দার ট্টুুল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ,  আওয়ামীলীগ নেতা আবু নাসির বাবলু।

মেলায় বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের ৬১টি স্টল বসেছে। যেখানে আধুনিক ডিজিটাল সেবা পদ্ধতির নানা বিষয় উপস্থাপিত হচ্ছে। 

প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, তথ্য-প্রযুক্তির সর্বত্তোম ব্যহারের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে যা দেশের অর্থনীতির চিত্রকে আরো সমৃদ্ধ করবে। ইতিমধ্যে ছেলে-মেয়েরা আউট সোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে উপার্জন করছে।  


বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর