শিরোনাম
২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:২৮

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

দেশসেরা দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন করেছে বগুড়ার সাংবাদিকরা। বন্ধু প্রতিদিন, শুভ সংঘ বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশসেরা দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা অত্যন্ত দুঃখজনক বিষয়। এতে করে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে। বগুড়ার আদালতে পৃথক দুটি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা দুটি প্রত্যাহারের দাবি জানানো হয়। 

এতে অংশগ্রহণ করেন কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির ক্ষেতমজুর সম্পাদক আলহাজ্ব ইমারত আলী, জেএসডির সাবেক কেন্দ্রিয় নেতা রেজাউল বারী দিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাঈদ সিদ্দিকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি মহসীন আলী রাজু, বিডি নিউজ বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন, বিএফইউজের নির্বাহি সদস্য ঠান্ডা আজাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব লিমন বাসার, আমাদের সময় বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, সাপ্তাহিক দিনক্ষন সম্পাদক খন্দকার সালেহ আব্দুর রশিদ, বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম, বাংলানিউজ টোয়েন্টিফোরের বগুড়ার প্রতিনিধি বেলাল হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজ্জাদ পল্লব, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, শুভ সংঘ বগুড়ার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, মানবকণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান এসএম আবু সাঈদ, সংস্কৃতজন কবি পান্না করিম, কবি রফিকুল ইসলাম বাবু, মানবজমিন প্রতিনিধি প্রতীক ওমর, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, ফটো সাংবাদিক আল আমিন, মামুন, যুবনেতা আব্দুর রহমান সম্রাট, আইনুল ইসলাম প্রমুখ। 

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর