২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:১০

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লাগানো বিলবোর্ড ভাংচুর

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লাগানো বিলবোর্ড ভাংচুর

নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজশাহীর জনসভায় আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে লাগানো বিলবোর্ডগুলো রাতের অন্ধকারে ভাংচুর এবং বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ পুুনর্মিলনী অনুষ্ঠান ও রাজশাহীর জনসভায় যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সড়ক পথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাটোর ও রাজশাহী আসেন। প্রধানমন্ত্রীসহ এসব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম অংশে বেশ কিছু বিলবোর্ড লাগানো হয়। কিন্তু বুধবার রাতের অন্ধকারে কে বা কারা উপজেলার আইড়মাড়ি ব্রিজ হতে বড়াইগ্রাম থানার মোড় পর্যন্ত এলাকায় লাগানো পাঁচটি বিলবোর্ড ভেঙ্গে ফেলেছে। এ সময় তারা বিলবোর্ডে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিগুলোও ছিঁড়ে ফেলে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর