২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৪৪

ঝিনাইদহে পাসপোর্ট দালালের কারাদণ্ড

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

ঝিনাইদহে পাসপোর্ট দালালের কারাদণ্ড

ঝিনাইদহে শহরের মদন মহন পাড়ায় অভিযান চালিয়ে সুকান্ত সেন নামের এক পাসপোর্ট দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ দেন। দন্ডিত সুকান্ত সেন সদর উপজেলা নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে।

আদালতের বিচারক জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ শহরের মদন মোহন পাড়ার গাঙ্গুলী এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধ ভাবে পাসপোর্ট তৈরির জন্য ফরম, টাকা জমার রশিদ রাখা ছিল। সেখানে অভিযান চালিয়ে সুকান্ত সেন নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ফরম, টাকা জমা দেওয়ার রশিদ ও ১০ টি দেশের মুদ্রা। পরে আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর