২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৫৯

বাগেরহাটে ভিক্ষাবৃত্তি বন্ধে ৮১ ভিক্ষুককে অনুদান

শেখ আহসানুল করিম, বাগেরহাট:

বাগেরহাটে ভিক্ষাবৃত্তি বন্ধে ৮১ ভিক্ষুককে অনুদান

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ভিক্ষাবৃত্তি বন্ধে ৮১ ভিক্ষুককে অনুদান ও উপকরণ প্রদান করা হয়েছে। ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষুকদের অনুদান ও উপকরণ সহায়তা প্রদান করা হয়। বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের ৮১জন ভিক্ষুককে সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আজ দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা প্রশাসন এ অনুদান ও উপকরণ প্রদান করে।  উপকরণ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তাব্য রাখেন জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল. স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গীস পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর