২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৭

সেন্টমার্টিন থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিন থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা সাগর উপকূলে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্রে জানা যায়, ২৩ ফেব্রয়ারি শুক্রবার ভোর রাতে প্রবালদ্বীপ সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেঃ ফয়সাল বিন রশিদের মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে অবস্থান নেন। কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার পাশ্ববর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় থামানোর সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ট্রলারটিকে ধাওয়া করলে একটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। 

পরে বস্তাটি উদ্ধার করতে গিয়েই ট্রলারটি প্রবালের সাথে ধাক্কা লেগে ফুটো হয়ে সাগরে ডুবে যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বস্তাটি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে এসে গণনা করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। যাবতীয় কার্যক্রম শেষে উদ্ধারকৃত ইয়াবাগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর