২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:১৭

অনুপ্রবেশকালে লামায় ১৪ রোহিঙ্গা আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি

অনুপ্রবেশকালে লামায় ১৪ রোহিঙ্গা আটক

বান্দরবানের লামায় মোটরসাইকেল যোগে অনুপ্রবেশকালে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে ৮টি মোটর সাইকেলে করে রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম মংপ্রু পাড়ায় পৌঁছায় রোহিঙ্গারা। তাদের নিয়ে আসা সাহাবুদ্দিন নামে একজনকেও আটক করে স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় রোহিঙ্গাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সাহাবুদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা। সে লামা-আলীকদমের দুর্গম পাহাড়ে কাঠ সংগ্রহের কাজ করে। আটক সকলেই পুরুষ এবং তারা শ্রমিক সেজে পাহাড়ে প্রবেশ করছিল। 

স্থানীয় মো. শাহীন বলেন, কথাবার্তায় সন্দেহ হলে রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করি এবং নিশ্চিত হতে পেরে তাদের আটক করে রুপসীপাড়া সেনা ক্যাম্পের নিকট হস্তান্তর করি।

আটক ১৪ রোহিঙ্গা জানায়, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হতে গোপনে পালিয়ে এসেছে।

রোহিঙ্গা আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। 

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর