২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৫৫

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, আহত ৪

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, আহত ৪

রাঙামাটি জেলায় সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি খোলাজীপ পাহাড়ি খাদে পড়ে চারজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।
আহতরা হলেন- তাসনিয়া হাবিবা-(২৭), মো. তুহিন (৩৫), মো. নূরুল ইসলাম (২৯), মো. সুমন (৩৩)।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজ পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই পর্যটক। তারা চট্টগ্রামের ব্যাটারি গলির বাসীন্দা। বর্তমানে আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ১২জন যাত্রী নিয়ে পর্যটকবাহী একটি খোলাজীপ যার নং (চট্ট মেট্টো-ন- ১১-৪৫১৫) রাঙামাটির সাজেকে যাচ্ছিল। কিন্তু গাড়িটি পাহাড়ি পথে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজ পাড়া নামক এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩০-২৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এঘটনায় গাড়িতে থাকা চার পর্যটক তাসনিয়া হাবিবা-(২৭), মো. তুহিন (৩৫), মো. নূরুল ইসলাম (২৯), মো. সুমন (৩৩) মারাত্মক আহত হয়। সবাই বুকে, পায়ে, মাথায়, হাতে ও পায়ে আঘাত পায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আহত পর্যটকরা হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে। আর বাকি ৮জন পর্যটক নিরাপদে আছে বলে জানিয়েছেন মাচালং থানার কর্মকর্তা (ওসি)।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর