২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৫৩

বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে আহত ৭

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে আহত ৭

গভীর বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে ৭ জেলে আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় জেলে মো. ইলিয়াস (১৭) আলিম সিকদার (৫০) মিজানুর রহমান (২৫) রিয়াজ খলিফা (২৬) রুবেল (২৬) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কুয়াকাটা থেকে পূর্ব দক্ষিণ কোনে প্রায় ১৫ কিলোমিটার গভীর  সাগরে এ ঘটনা ঘটে।

আহত জেলে রুবেল জানান, তারা মাছ ধরার জন্য সাত জন জেলে ট্রলার নিয়ে এক সপ্তাহ আগে গভীর সাগরে মাছ শিকারে যায়। জেলেরা ওই সময় থেকে অন্তত ১০ মণ ইলিশ শিকার করে। রবিবার ভোর রাতে দু’টি ট্রলারে আসা ২০-২৫ জনের তাদের ট্রলারটিকে ব্যরিকেট দিয়ে শিকার করা সকল ইলিশ, ৬টি জাল, জ্বালানি তেল ও ৭টি নোঙ্গর লুট করে নেয়। এসময় তাদের বেধরক মারধর করে করেছে বলে ওই জেলে আভিযো করেছেন। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান জানান, সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। যারা মারামারি করেছে তাদের সকলের নাম পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর