২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:২১

দিনাজপুরে দুই পাওয়ালা বাছুরের জন্ম

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে দুই পাওয়ালা বাছুরের জন্ম

দিনাজপুরের বীরগঞ্জে দুই পাওয়ালা একটি বাছুরের জন্ম হয়েছে। গাভীর জীনগত সমস্যার কারণে এ ধরণের বাছুরের জন্ম নিতে পারে বলে জানিয়েছে জেলা প্রাণি সম্পদ বিভাগ।

বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাসায় গত শুক্রবার এই বাছুরটি জন্ম নিয়েছে। এদিকে বাছুরটি এক নজর দেখতে উৎসুক শত শত মানুষ জামাল উদ্দিনের বাসায় ভীড় জমাচ্ছে।

জামাল উদ্দিন জানায়, তার একটি গাভী তার গোয়াল ঘরে একটি বাছুরের জন্ম দেয়। এসময় তারা দেখেন বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের পা দুটি নেই। 

এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি মেম্বার মো. ইজার আলী ঘটনা নিশ্চিত করে জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। এলাকার মানুষ এক বার দেখার জন্য ভীড় জমাচ্ছে।

বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর