১৭ মার্চ, ২০১৮ ১১:২০

পঞ্চগড়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে নবনির্মিত মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে কেক কাটা হয়। 

শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ।


বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর