১৭ মার্চ, ২০১৮ ১২:৩৩

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

আরিফুল হক চৌধুরী, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের নেতৃত্বে শনিবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়।

এরপর একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সাবেক অধ্যক্ষ আবু নসর, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রধান শিক্ষক বিপ্লব বদরুজ্জামান, আব্দুর রব, রাশেদুল হাসান কামরুল প্রমূখ।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর