১৭ মার্চ, ২০১৮ ১৯:০৭

নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাটোর প্রতিনিধি


নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের ৭টি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে। 

শনিবার ভোরের আলো ফোটার পরপরই শহরের কান্দিভিটুয়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান, শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দীলিপ দাসসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এর পরপরই জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, গুরুদাসপুর থানার ওসি দীলিপ কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 
নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকল শ্রেণী পেশার মানুষ।
 
একইভাবে নলডাঙ্গা, সিংড়া, বাগাতিপাড়া ও বড়াইগ্রামে স্ব স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, উন্মুক্ত আলোচনা সভা, বিশেষ মোনজাত, শিশুদের নিয়ে কেক কাটা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর